ছাত্রনেতা সাম্য হত্যার ঘটনায় ইউট্যাব রাবি শাখার নিন্দা, জড়িতদের বিচারসহ ৪ দাবি

আপডেট: মে ১৪, ২০২৫, ১১:১১ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক:


ছাত্রনেতা শাহরিয়ার আলম সাম্য-কে সন্ত্রাসী হামলায় হত্যার ঘটনায় শোক প্রকাশ ও ঘটনার নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। পাশাপাশি জড়িতদের বিচারসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার (১৪ মে) ইউট্যাব রাবি শাখার সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন (বাবু) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংগঠনটির দাবিগুলো হলো- ছাত্রনেতা সাম্য হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও টেকসই ব্যবস্থা নেওয়া, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও সহিংস রাজনীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা এবং স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে শিক্ষাঙ্গনে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন উদীয়মান তরুণ নেতা হিসেবে সাম্য মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন। তার এই নির্মম হত্যাকা- কেবল একটি জীবনকে নয়, বরং শিক্ষাঙ্গনে মুক্তচিন্তা ও নিরাপদ পরিবেশকে হত্যা করেছে। ইউট্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মনে করে, এই ঘটনা বিচ্ছিন্ন নয় বরং দীর্ঘদিন ধরে চলমান সহিংস ও দমনমূলক রাজনীতির একটি ভয়ানক প্রতিফলন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দলীয় দখলদারিত্ব ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হুমকি কখনোই গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইউট্যাব বিশ্বাস করে, সাম্যর এই আত্মত্যাগ আমাদের সকলের দায়বোধকে জাগ্রত করবে এবং শিক্ষাঙ্গনে শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও তীব্র করবে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য-কে সন্ত্রাসী হামলার মাধ্যমে হত্যা করে একদল দুর্বৃত্ত।