বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
গত ১৮ জুলাই রাজশাহী মহানগর আওয়ামী লীগের সমাবেশে অংশ নিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে বক্তব্য দেয়া কোটা আন্দোলন রাজশাহীর অন্যতম সমন্বয়ক রাকিব হাসান অর্ণবকে পিটিয়ে আহত করেছে শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুরে নগরীর রেলগেট এলাকায় কোটা আন্দোলনে আবারও অংশ নেয় অর্নব। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘ভূয়া ভূয়া’ বলে স্লোগান দিতে দিতে উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া দিয়ে বেধড়ক পেটায় আন্দোলকারী শিক্ষার্থীরা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী
মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।
অর্নবের বাড়ি নগরীর মহিষবাথান এলাকায়। সে ছাত্রমৈত্রীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে ঢাকা মহানগর বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতির দায়িত্ব পালন করেন।
এরআগে, গত ১৮ জুলাই সাধারণ ছাত্রদের নিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছিলেন অর্ণব। এসময়
রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শক্ত অবস্থানের কারণে এ কর্মসূচি সফল করতে পারে নি কোটা সংস্কার আন্দোলনকারীরা। ওইদিন নগরীর সাহেববাজার ও মালোপাড়া এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে উপস্থিত হয়ে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাকিব হাসান অর্ণব আন্দোলনকারী শিক্ষার্থীদের জিরোপয়েন্ট থেকে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাজশাহীতে আমাদের আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলাকারীরা ঢুকে অনেক ক্ষতি করেছে। কারা এরা কীভাবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, সেটি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আমরা বিশ্বাস করি সরকার আমাদের দাবি মেনে নিয়ে কোটা সংস্কার করবে। এটি ইতোমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন। তাই আমি জিরো পয়েন্ট থেকে সকল সাধারণ শিক্ষার্থীকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।