ছাত্রমৈত্রী নেতা অভি আহত

আপডেট: আগস্ট ৭, ২০১৭, ১:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহী সরকারি বরেন্দ্র কলেজে ছাত্রমৈত্রীর এক নেতা আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রমৈত্রীর কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক অভি হোসেন (১৮)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টেন্টে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় আহত হন ছাত্রমৈত্রী নেতা অভি।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মো. শামসুজ্জোহা জানান, হামলার ঘটনা শুনে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। অপ্রীতিকর এই ঘটনার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অধ্যক্ষ।
নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, হামলার খবর পেয়ে কলেজে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ