বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহ-সভাপতি শহিদ জুবায়ের চৌধুরী রিমুর ৩০ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ১৯৯৩ সালের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে ইসলামী ছাত্র শিবিরের ক্যাডারদের হাতে নির্মমভাবে খুন হন রিমু।
শহিদ জুবায়ের চৌধুরী রিমু ৩০ মৃত্যুবার্ষিকীতে শোক র্যালি করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শোক র্যালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেরেবাংলা হলের সামনে রিমুর স্মৃতিস্তম্ভ এসে শেষ হয়। স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্যও দেওয়া হয়। সেখানেই সমাবেশ করে ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রমৈত্রীর আহ্বায়ক আলী আম্বর অপু। বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলি লিকু, ছাত্রমৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও ওয়ার্কার্স পার্টি মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, মহানগর সম্পাদকমণ্ডলী সদস্য নাজমুল করিম অপু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সহ -সভাপতি ও মহানগরের সভাপতি ওহিদুর রহমান ওহি, বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক বিজয় সরকার, মহানগর সহ-সভাপতি অমিত সরকার, বাংলাদেশ ছাত্রমৈত্রী জেলা কমিটির আহ্বায়ক পলাশ, রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সীতানাথ বণিক, আলমগীর হোসেন আলম সাবেক ছাত্রনেতা ও জেলা কমিটির সদস্য কামরুল হাসান সুমন, বাংলাদেশ ছাত্রমৈত্রী সাবেক মহানগর কমিটি,র সাধারণ সম্পাদক সম্রাট রায়হান প্রমুখ।