ছাত্রমৈত্রী নেতা শহীদ সানির ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট: জানুয়ারি ৭, ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সহ-সভাপতি শহিদ রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানির ১৪তম মৃত্যুবার্ষিকী রোববার (৭ জানুয়ারি)। ২০১০ সালের এই দিনে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্র নামধারী একদল সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে প্রশাসনিক ভবনের সামনে ধারালো অস্ত্র দিয়ে ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে সানী মারা যান।

এ বছর শহিদ সানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ১০টায় নগরীর টিকাপাড়া গোরস্থানে শহীদ সানীর সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদন করবে পরিবারের সদস্যরা। বাদ আসর নগরীর দেবীশিংপাড়া বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শুভ্যানুধায়ী সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন শহীদ সানীর বাবা মনোয়ারুল ইসলাম চৌধুরী নান্নু।

ভোটের কারণে ৭ জানুয়ারি কোনো কর্মসূচি হাতে নেয়নি ছাত্রমৈত্রী। আগামী ১০ জানুয়ারি রাজশাহী পলিটেকনিকে অবস্থিত শহীদ সানীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানিয়েছে মহানগর সভাপতি ওহিদুর রহমান ওহি।

এ বিভাগের অন্যান্য সংবাদ