ছাত্রলীগকে বাস না দেওয়ায় রুয়েটে ক্লাশ বন্ধ

আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক



ঢাকায় বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনীতে অংশ নিতে বাস না দেওয়ায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ক্লাশ রাখার অভিযোগ পাওয়া গেছে। তবে কী কারণে ক্লাস বন্ধ ছিলো সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রলীগ কিছুই জানে না বলে দাবি করছে। গতকাল মঙ্গলবার রুয়েটের কোনো বিভাগে ক্লাশ অনুষ্ঠিত হয় নি।
গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) সরকারি ও বিশ্ববিদ্যালয়ের কোনও ঘোষিত অবকাশ ছিল না। যথারীতি ক্লাস চালু থাকলেও বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের কোনও বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়নি।
নাম প্রকাশে অনচ্ছিুক রুয়েটের এক শিক্ষক জানান, ‘ছাত্রলীগের পুনর্মিলনীতে অংশ নিতে দলটির নেতাকর্মীরা রুয়েট কর্তৃপক্ষের কাছে বাস চায়। কিন্তু কর্তৃপক্ষ তাদের বাস দিতে অস্বীকৃতি জানায়। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের ক্লাস প্রতিনিধিদের ডেকে ক্লাসে অংশ না নেওয়ার নির্দেশ দেয়। এ কারণে শিক্ষার্থীরা মঙ্গলবার ক্লাসে অংশ নেয়নি।’
রুয়েটের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্লাস প্রতিনিধি ফেইসবুক গ্রুপে ক্লাস হবে না বলে পোস্ট দিয়েছিলো। অটো নেওয়া হয়েছে। কী কারণে ক্লাস হবে না সেটা জানি না।’ তবে ওই ক্লাস প্রতিনিধিকে ছাত্রলীগের ক্লাস বন্ধ করতে বলেছিলো কি না জিজ্ঞাসা করলে, তিনি কিছুই বলতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে রুয়েট ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান নিবিড় বলেন, ‘ছাত্রলীগের পুনর্মিলনী আসার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে বাস চেয়েছিলাম কিন্তু প্রশাসনের বিভিন্ন নিয়ম-কানুন থাকার কারণে তা পাওয়া সম্ভব হয়নি।’ ক্লাশ প্রতিনিধিদের দিয়ে ক্লাশ বন্ধ করার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘আমি শুনলাম কোনো ক্লাশ হয়নি। তবে কী কারণে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করেছে তা জানি না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, ‘শিক্ষার্থীরা কেন ক্লাশে আসেনি, সে বিষয়ে আমার জানা নেই। কেউ লিখিতভাবে আমাকে কোনও অভিযোগও দেয়নি। তাই কী কারণে তারা ক্লাশে আসেনি তা আমি বলতে পারবো না।’