ছাত্রলীগের সংঘর্ষে রুয়েট বন্ধ ঘোষণা

আপডেট: নভেম্বর ১১, ২০১৬, ১১:৫২ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক



ল্যাপটপ চুরির ঘটনায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রুয়েটের নিরাপত্তা কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, উদ্ভুত পরিস্থিতিতে গতকাল সকাল ১০টায় অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ক্যাম্পাস সাতদিন বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
এ সভায় সভাপতিত্ব করেন, উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ। সভায় গতকাল বিকেল তিনটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। এই কয়দিন শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হবে না। হল খুলবে আগামী ১৮ নভেম্বর সকাল ৯টায় এবং পরদিন (১৯ নভেম্বর) থেকে কাস-পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
রুয়েট সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুয়েট ছাত্রলীগকর্মী তপু ও সাখাওয়াত পক্ষের মধ্যে বেশ কিছু দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত বৃহস্পতিবার রুয়েটের শহীদ আব্দুল হামিদ হল থেকে একটি ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে রাত ১০টার দিকে শহীদ আব্দুল হামিদ হলে দুই পক্ষের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হন। গুরুতর আহত মাসুম আকন্দকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এ সময় সেখানে উপস্থিত এক বহিরাগত যুবককে আটক করে পুলিশে দেয়া হয়।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পাঁচটি এবং ছাত্রীদের একটি আবাসিক হল আছে। ছয়টি হলে প্রায় দুই হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা আছে। হঠাৎ করে গতকাল সকালে হল বন্ধের ঘোষণা হওয়ায় তাঁরা বিপাকে পড়েন। গতকাল তিনটার মধ্যে তাঁরা সবাই ক্যাম্পাস ত্যাগ করেন।
রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, ছাত্রদের মধ্যে মারামারি ঘটনায় দুইটি পক্ষ একে অপরের বিপক্ষে অবস্থান নেয়। তাই নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ