মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি
শোক দিবস উপলক্ষে বড়াইগ্রাম ছাত্রলীগ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে-সোনার দেশ
নাটোরের বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার বড়াইগ্রাম পৌরমাঠে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ মুক্তিযোদ্ধা আবদুুল কুদ্দুস।
উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর মেয়র আবদুুল বারেক সরদার, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক মাসুদ রানা মান্নান, নাটোর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন প্রমুখ।