ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: জানুয়ারি ১১, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ

মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

রাবি প্রতিবেদক :


ছাত্রাবাস (মেস) থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেহেদী হাসান নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১ টার দিকে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, মেহেদী হাসান রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি রংপুর জেলায়। মেহেদী রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার এবেলা ছাত্রাবাসে থাকতেন।

এই বিষয়ে রুয়েট শিক্ষার্থী রাফি আল হাসান বলেন, মেহেদী ভাই আমার স্কুলের বড় ভাই, উনি আমাদের জেলা সমিতির সক্রিয় সদস্য। ভাই খুব উৎফুল্ল মনের মানুষ, কিন্তু কেনো আত্মহত্যা করলো আমরা জানি না। বন্ধুর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাই। সেখানে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ ছিলেন।

এ বিষয়ে জানতে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ