ছাত্র ইউনিয়ন একাংশের রাবি সংসদের সম্মেলন ৯ ডিসেম্বর

আপডেট: নভেম্বর ১, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংসদের সম্মেলন আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য রাবি সংসদের আহ্বায়ক মো. জান্নাতুল নাঈমকে চেয়ারম্যান ও যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেনকে আহ্বায়ক করে নয় সদস্যের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) রাবি সংসদের প্রচার উপপরিষদ সাব্বির খান খান জিয়াম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিষদের অন্যান্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক লিটন কুমার দাশ, শিত কুমার উড়াং ও কৌশিক কুমার মহন্ত; প্রচার উপপরিষদ সাব্বির খান জিয়াম, সাংস্কৃতিক উপপরিষদ সাকিবুল হাসান, দপ্তর উপপরিষদ আহমেদ ইমতিয়াজ সৈকত এবং অর্থ উপপরিষদ মোঃ আতাউল্লাহ।

উল্লেখ্য, মাহির শাহরিয়ার রেজা ও বাহাউদ্দিন শুভ’র নেতৃত্বাধীন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আরেকটি অংশের রাবি সংসদের সম্মেলন গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলন শেষে একইদিনে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত করেছে তাঁরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ