ছাত্র সংগঠনগুলোকে বৈঠকের আহ্বান বৈষম্যবিরোধীদের

আপডেট: নভেম্বর ২৫, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


রাজধানীর বিভিন্ন কলেজে সংঘর্ষের ঘটনায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সব ছাত্র সংগঠনকে একত্রে বৈঠকের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় রূপায়ন টাওয়ারে মিটিংয়ের আহ্বান জানানো হয়েছে। একাধিক ছাত্র সংগঠনের নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈষম্যবিরোধীদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বামপন্থী ছাত্র সংগঠনগুলো নিয়ে গঠিত রাজনৈতিক মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট এখনও বৈঠকে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বোস। তিনি বলেন, ‘জোটের সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনা চলছে।’
এছাড়া ছাত্রদল এখন পর্যন্ত মিটিংয়ে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বলে একটি সূত্র জানিয়েছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ