শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রোকসানা ইয়াসমিন:
সময় আমার হারিয়ে গেলো সেই যে বারোমাসে
ছায়া হয়ে কেন ঘুরিস আমার আশেপাশে!
আঁধার সরে দিনের বেলা; রৌদ্র করে খেলা
সূর্য যখন দু’চোখ মেলে ঝরায় মরুর ঝড়,
তপ্তদাহে বসে বাঁধিস মেঘের বুকে ঘর।
যখন কান্না বেশে দুঃখ এসে করে স্বপ্ন চুরি
মন যে তখন ব্যথার ভারে করে ওড়াউড়ি,
বুকের ভেতর এক’শ বাঁশি ছিনিয়ে নেয় জোরে
খুঁজে পেতে আমাকে ফের আসিস কেন উড়ে!