ক্ষতিগ্রস্ত হলগুলোতে রাবি উপাচার্যের পরিদর্শন

আপডেট: জুলাই ২৮, ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:


কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন আবাসিক হলগুলোতে পরিদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। রোববার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত হলগুলো পরিদর্শন করেন তিনি।
উপাচার্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ক্ষতিগ্রস্ত কক্ষগুলো পরিদর্শন করার পর নবাব আব্দুল লতিফ হল, মাদার বখশ্ হল ও শহীদ জিয়াউর রহমান হল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, গত ১৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ধ্বংসযজ্ঞ ঘটেছে, এতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনসহ ৯টি হলের ১৫৮টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্ষগুলো ভাঙচুরের পাশাপাশি সাইকেল, মোটরসাইকেল এবং ল্যাপটপ ভাঙচুরসহ ও অগিসংযোগ করা হয়েছে। এসবে ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা।

হল খোলার বিষয়ে উপাচার্য বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে হল খুলতে চাই। কিন্তু এরআগে হলগুলো মেরামত করতে হবে। হল মেরামতের কাজ শেষ হলেই খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া এসব ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম এক্রাম উল্যাহকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৮ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

হলগুলো পরিদর্শনকালে অন্যদের মধ্যে রাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর, বিজ্ঞান অনুষদের অধিকর্তা ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক নাসিমা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম, পরিবহণ প্রশাসক মোকছিদুল হক, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক সরকার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম চৌধুরী, সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক এবং সহকারী প্রক্টরবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।