ছেলেদের সমান অর্থ-সম্মান চান মিতালি

আপডেট: জুলাই ২৬, ২০১৭, ১২:৪১ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


শেষ পর্যন্ত প্রথম বারের মতো বিশ্বকাপ শিরোপাটা জিততে পারেনি ভারতীয় মেয়েরা। রোববার লর্ডসের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে তারা নাটকীয়ভাবে হেরে গেছে ৯ রানে। তবে শিরোপা স্বপ্ন পূরণ না হলেও এবারের নারী বিশ্বকাপে দলের পারফরম্যান্সে ভীষণ খুশি ভারতের অধিনায়ক মিতালি রাজ। গ্রুপপর্বে দারুণ পারফরম্যান্সের পর সেমিফাইনালে ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। মিতালির বিশ্বাস, বিশ্বকাপে দলের এই পারফরম্যান্স ভারতের নারী ক্রিকেটে জাগরণের জোয়ার তুলবে। দেশের তরুণ প্রজন্মের মেয়েদের ক্রিকেট খেলার প্রতি অনুপ্রাণিত করবে।
দলের এই বিস্ময়কর পারফরম্যান্সের পর দেশের মানুষ এবং ভারতের ক্রিকেট কর্তাদের কাছে একটা আরজিও পেশ করলেন মিতালি। তার দাবি, নারী ক্রিকেটারদের পুরষদের সমান সম্মান এবং টাকা-করি দেওয়া হয়! নারীকে পুরুষের সমঅধিকার দেওয়ার অঙ্গীকার বিশ্বের প্রা