শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছেলের হত্যাকারীদের জামিনের সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার চৌডালা ইউনিয়নের বসনিটোলা গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন পূর্বে উপজেলার চৌডালা ইউনিয়নের বসনিটোলা গ্রামের লাল মোহাম্মদের ছেলে কলেজছাত্র মাসুদ রানা তার প্রেমিকা বোয়ালিয়া ইউনিয়নের কাউয়াভাষা গ্রামের আমিরুল ইসলামের মেয়ে স্কুলছাত্রী জয়তুনের বাড়িতে দেখা করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যায়। এ ঘটনায় তার বাবা লাল মোহাম্মদ ১৭ জনকে আসামি করে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মূল আসামি প্রেমিকা জয়তুন বর্তমানে কারা অভ্যন্তরে রয়েছে। অন্যান্য আসামিরা দীর্ঘদিন পলাতক থাকার পর গত মঙ্গলবার ১১ জন হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছে- এ সংবাদ শুনে কলেজছাত্র মাসুদ রানার বাবা লাল মোহাম্মদ হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে বসনিটোলার নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিবগঞ্জ আদিনা সরকারী ফজলুল হক কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র মাসুদের সঙ্গে বোয়ালিয়া কাওয়াভাসা গ্রামের আমিরুল ইসলামের কন্যা বসনিটোলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জইতুন খাতুন জবার সঙ্গে দীর্ঘদিন থেকে প্রেমের সর্ম্পক ছিল। গত বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে মাসুদকে তার বাড়ি আসতে বলে প্রেমিকা জয়তুন। প্রেমিকার ফোনে সাড়া দিয়ে মাসুদ জইতুনের বাড়ি যায়। সেখানে প্রেমিকার বাবা চাচারা মিলে তাকে হত্যা করে বলে ধারণা স্থানীয়দের।