ছোটবনগ্রাম পুকুর পুনরুদ্ধারের দাবি

আপডেট: জুলাই ২৯, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকায় পুকুর ভরাট বন্ধ ও তা পুনরুদ্ধারের দাবি জানিয়েছে তরুণরা। এ দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে পৃৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রাজশাহীর উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস এ স্মারকলিপি প্রদান করে। স্বারকলিপির সঙ্গে পুকুর ভরাটের স্থিরচিত্র ও স্মারকলিপির স্বপক্ষে সংহতি প্রকাশপত্রও সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক যৌথ স্বাক্ষরিত এ স্বারকলিপি তাদের কাছে পৌঁছে দেন। প্রতিনিধি দলে ছিলেন, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি উপেন রবিদাস, দূর্নীতির বিরুদ্ধে আমরা’র আহবায়ক রাকিন আবসার অর্ণব, উন্নয়নকর্মী তহুরা খাতুন লিলি, ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।

স্মারকলিপির পৃথক কপি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)’র চেয়ারম্যান মো. জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ ও উপপরিচালক মাহমুদা পারভীন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)’র অধিনায়ক লে. কর্ণেল মো. মুনীম ফেরদৌসকে রেজিস্ট্রি ডাক যোগে প্রেরণ করা হয়েছে।