রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে হারিয়ে যাওয়া টাইটেল পাশ ছোট বোন নারগিছ বানু (২৮) কে পথে পথে খুজছেন বড় ভাই আব্দুল জলিল। এই বিষয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করলেও আজ পর্যন্ত পুলিশ কোন সন্ধান করতে পাননি নারগিছের। ছোট বোন নারগিছকে অনেক খোঁজাখুজির পর এখন পর্যন্ত না পাওয়ায় অনেকটাই পাগলপাড়া বড় ভাই আব্দুল জলিল।
উপজেলার একডালা ইউনিয়নের নারায়নপাড়া গ্রামের মৃত-তায়েজ উদ্দীনের ছেলে আব্দুল জলিল জানান তার ছোট বোন নারগিছ গত আগস্ট মাসের ২৭তারিখে ডাক্তার দেখানোর জন্য আবাদপুকুরে শাহজাহান ডাক্তারের চেম্বারে যায়। চেম্বারে ভিড় থাকায় স্যালাইন আনতে যায় নারগিছ।
এরপর থেকে তার আর কোন খোঁজ নেই। পরবর্তিতে অনেক জায়গায় খোঁজা-খুজি করেও এখন পর্যন্ত নারগিছের কোন সন্ধান পাওয়া যায়নি। নারগিছের গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ফুট ৫ইঞ্চি। বয়স ২৮বছর।
সে নওগাঁর নামাজগড় মাদ্রাসা থেকে টাইটেল পাশ করেছে। তার পরনে সালোয়ার কামিজের উপর কালো বোরখা ছিলো। যদি কোন ব্যক্তি নারগিছের সন্ধান পান তাহলে ০১৭৬৭৬৪৬৭৪৫ নম্বরে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন আব্দুল জলিল।
থানার তদন্তকারী কর্মকর্তা তাজু ইসলাম বলেন এই বিষয়ে পুলিশের অনুসন্ধানী কার্যক্রম অব্যাহত রয়েছে।