বুধবার, ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
তানোর পৌর প্রতিনিধি
রাজশাহীর তানোরে আমেরিকা প্রবাসী দেশে ফিরে ছোটভাইয়ের জমিতে তারকাটার বেড়া দিয়েছেন। এনিয়ে উভয়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রভাবশালী বড় ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না অসহায় ছোট ভাই। ঘটনাটি ঘটেছে উপজেলার মাদারীপুর গ্রামে।
এই ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাইয়ের স্ত্রী কুসুম আরা বিবি। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ওই জমির উপরে দাঁড়িয়ে এর প্রতিকার চেয়েছেন তিনি। জানিয়েছেন অসহায়ত্বের কথা।
তিনি বলেন, তার স্বামীরা ৫ ভাই, এর মধ্যে সবার ছোট তার স্বামী মতিউর রহমান। মাদারীপুর মৌজার, ২৭ নং দাগের ৫ বিঘা জমি ২০ বছর আগে তারা ৫ ভাই মৌখিকভাবে উল্লেখ করে নিজ নিজ দখলে রেখে বর্গা দিয়ে চাষাবাদ করছেন। আমেরিকা প্রবাসী সেজ ভাই আহমেদ হোসেন সম্প্রতি দেশে এসে গত বৃহস্পতিবার তার ছোট ভাই মতিউর রহমানের বর্গা দেয়া জমি তার-কাটার বেড়া দিয়ে ঘিরে দিতে থাকেন। এসময় বর্গাচাষি বাধা ও নিষেধ করলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও মামলায় জড়ানোর হুমকি দিয়ে জমি ঘিরে দেন।
ছোট ভাইয়ের স্ত্রী কুসুম আরা বিবি আরও বলেন, আমার ভাসুর আহমেদ হোসেনকে এর কারণ জিজ্ঞাসা করলে তাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। তিনি এর প্রতিকার চেয়ে বলেন, আমার স্বামী বর্তমানে খুবই অসুস্থ তাই এখানে আসতে পারেননি।
তিনি বলেন, আমাদের এই জমিসহ বড় ভাসুর আনিসুর রহমানের একটি জায়গা ও মেজ ভাসুর আতাউরের জমিও দখলে নিতে একইভাবে বেড়া দিয়েছিলেন যা উনারা সেই বেড়া খুলে ফেলেছেন। কিন্তু আমার স্বামী অসুস্থ থাকায় নিরুপায় ও অসহায়ত্ব বোধ করে তিনি তার বড় ভাসুরদের সাথে কথা বল্লে সব সত্য জানতে পারবেন বলে তাদের সাথে কথা বলার অনুরোধ করেন।
অভিযুক্ত আহমেদ হোসেন বলেন, ভাগ বাটোয়ারা রেজিস্ট্রি করা নাই। নতুন ভাবে আবার ভাগ করতে হবে। আমি আমার পছন্দমত জমি নিবো।