বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে ছোট ভাইয়ের হাতে খাইরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শনিবার দুপুরে জেলার গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের সাতপুকুর জোতগোপাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, খাইরুল ইসলাম ও তার ছোট ভাই শফিকুল ইসলাম ওরফে কালুর (৪৫) মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে ছোট ভাই কালু তার পরিবারের সদস্যদের নিয়ে বড় ভাই খাইরুলকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে খাইরুলের পরিবারের সদস্যরা তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, খবর পেয়ে খাইরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আর ঘটনার পর থেকেই কালুসহ তার পরিবারের সদস্যরা পলাতক। তাই কাউকে আটক করা যায়নি। তবে এ ঘটনায় ছন নিহত খাইরুল ইসলামের স্ত্রী ছয় জনকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেছেন।