ছড়ায় চড়ে বর্ষা এলো

আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:৫০ পূর্বাহ্ণ

শামীম খান যুবরাজ


বৃষ্টি পড়ে সৃষ্টি নড়ে
দৃষ্টি কি আর ফেরে
ভরদুপুরে চর-পুকুরে
ঝমঝমালো কে রে?

ঝমঝমালো ঝুপঝুপালো
টুপটুপালো আরোÑ
টাপুর টুপুর দুপুরগুলোয়
ঘুম ভাঙালো কারো।

একটানা সুর ঝুমুর ঝুমুর
টিনের ওপর বাজে
কাটবে সময় এমন দিনে
পদ্য লেখার কাজে।

ভিজলো ছড়া, গল্পগুলো
বৃষ্টিজলে ভাসেÑ
বইয়ের পাতায় মাছের ছবি
মিষ্টি করে হাসে।

হাঁসের ছানা প্যাকপ্যাকিয়ে
বইয়ের পাতা ছেড়ে
ভাসলো জলে কোলাহলে
ছোট্ট পাখা নেড়ে।

নদীর ছড়া লিখবো বলে
নৌকা এলো তীরেÑ
ছড়ার খোঁজে ছুটছি আমি
বকপাখিদের ভিড়ে।

বকগুলো সব বকবকালো
হারালো বাঁশঝাড়ে
বৃষ্টিভেজা আমার ছড়া
দৃষ্টি কি আর কাড়ে!

হয়নি ছড়া কারোর পড়া
ঢেউয়ের জলে ভেসে
ছড়ায় চড়ে বর্ষা এলো
হিজলফুলের দেশে।