শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
নিখোঁজ রাবি শিক্ষার্থী রুহুল কুদ্দুস মীর ফরহাদ আলী-সোনার দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের রুহুল কুদ্দুস মীর ফরহাদ আলী নামের এক শিক্ষার্থী গত ছয় মাস ধরে নিখোঁজ হয়ে আছেন। দীর্ঘ এ সময়ে বিভিন্নভাবে চেষ্টা করেও তার কোনো খোঁজ পায়নি পরিবার। ফরহাদের মা ফাহিমা খাতুনের অভিযোগ, গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে যাবার পথে নগরীর ডিঙ্গাডোবা মোড় থেকে র্যাব পরিচয়ে কয়েকজন ফরহাদকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় থানায় জিডি করার পর চারমাস পার হলেও এখনো কোনো খোঁজ দিতে পারেনি পুলিশ।
ফরহাদের মা জানান, ফরহাদ আলী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। নগরীর ভাটাপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তার বাবা মীর ফজলুল করিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাব সহকারী পদে অবসর গ্রহণ করেছেন।
জিডিতে উল্লিখিত তথ্যমতে, গত ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে ফরহাদ একটি পুরনো মোটরসাইকেল নিয়ে ভাটাপাড়ার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেন। মোটরসাইকেলটি ডিঙ্গডোবা মোড়ের একটি গ্যারেজে রেখে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস ধরার জন্য মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম লেখা একটি মাইক্রোবাস সেখানে এসে দাঁড়ায়। গাড়ি থেকে চার-পাঁচজন লোক নেমে ফরহাদকে জোর করে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় কয়েকজন লোক তার বাড়িতে ফোন করে বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ফরহাদের খোঁজ নিতে থাকেন। কিন্তু এখনো পর্যন্ত কোন খোঁজ পাননি।
এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘আমি থানায় নতুন জয়েন করেছি। এ বিষয়ে কিছু জানি না। খোঁজ নিয়ে দেখছি।’