মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে। কিন্তু পুলিশ বিভাগের সক্রিয়তার কারণে তারা সফল হতে পারছে না। এ জন্য চলমান জঙ্গিবিরোধী আভিযান অব্যহত থাকবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর রাজশাহীর শাহ মখদুম থানার উদ্যোগে ওপেন হাউজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া পুলিশ কমিশনার জঙ্গি তৎপরতা সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আরএমপির উপপুলিশ কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আরএমপির উপকমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরী। বক্তব্য দেন, সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম, শাখ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান। এছাড়াও নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।