জঙ্গি ঢুকছে, সতর্ক করল বাংলাদেশ

আপডেট: মার্চ ২২, ২০১৭, ১২:১৯ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ভারতে জঙ্গি ঢুকছে। সতর্ক করে দিল বাংলাদেশ প্রশাসন। কোন কোন পথ দিয়ে জঙ্গিরা ভারতে ঢুকছে, তাও জানিয়েছেন বাংলাদেশ প্রশাসনের কর্তারা। আপাতত তাই নিয়ে বিভিন্ন রাজ্যে চলছে সতর্কতা। বাংলাদেশের এই মনোভাবকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন সেনা কর্তারা। তাঁদের কথায়, পাকিস্তান থেকেও বিভিন্নভাবে জঙ্গি ঢোকে। যখন সেগুলো তাঁদের জানানো হয়, তাঁরা অস্বীকার করেন। সেখানে বাংলাদেশ প্রশাসন নিজেরাই জানিয়ে দিচ্ছেন, কোন কোন পথ দিয়ে জঙ্গি ঢুকছে। এর থেকে তাদের সদিচ্ছা বোঝা যায়।
বাংলাদেশ সরকারের রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালের চেয়ে গত বছর ভারতে জঙ্গি অনুপ্রবেশের হার বেড়েছে প্রায় তিন গুন৷ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসম সীমান্ত দিয়েই জামাত-উল-মুজাহিদিন (জেএমবি) ও হরকত-উল-জিহাদি-ইসলামি গোষ্ঠীর অধিকাংশ জঙ্গিরা ঢুকে পড়ছে৷ ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণে জেএমবি গোষ্ঠীর সরাসরি যোগাযোগের প্রমাণ পেয়েছিল জাতীয় গোয়েন্দা সংস্থা৷ তারপরই জঙ্গি অনুপ্রবেশের বিস্তারিত তথ্য হাতে আসে৷
জানা গিয়েছে, এই দুই জঙ্গি সংগঠনের দু’হাজারেরও বেশি সন্ত্রাসবাদীর অনুপ্রবেশ ঘটেছে অসম, ত্রিপুরা এবং এ রাজ্যে৷ এর মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে ঢুকেছে ৭২০ জঙ্গি৷ অসম ও ত্রিপুরায় সেই সংখ্যা ১২৯০৷ গোয়েন্দা সূত্রে খবর, চলতি বছর জানুয়ারিতে নকল পাসপোর্ট নিয়ে অসম ও পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকে পড়েছে জেএমবি-র সেক্রেটারি ইফতাদুর রহমান৷ সে দিল্লিতে রয়েছে বলে জানা গিয়েছে৷
সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রিপুরা ও আসাম এই দুই রাজ্যে বাংলাদেশের অনেক জঙ্গি ঢুকে পড়ছে। তারা বাংলাদেশে নাশকতা চালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। অনেকে ভারতে গিয়েও নাশকতা করছে। ভারতীয় জঙ্গিদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ আছে। হরকত উল জিহাদি আল ইসলামি এবং জামাত উল মুজাহিদিন এর মতো জঙ্গিগোষ্ঠী অনেকদিন ধরেই সক্রিয়। ভারতের এনআইএ তদন্তে এই দুই জঙ্গি গোষ্ঠী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে। বাংলার বেশ কিছু জেলা বাংলাদেশ সীমান্তের লাগোয়া। নদীপথেও অনেক জঙ্গি ঢুকছে। এক সেনা আধিকারিকের কথায়, ভারত-বাংলাদেশের এই বিশাল সীমান্তের সবজায়গায় সমানভাবে নজরদারি করা সম্ভব হয় না। এটা ঘটনা, অনেক জায়গা দিয়েই বাংলাদেশের জঙ্গিরা ঢুকছে। তবে বাংলাদেশ সরকার এই ব্যাপারে রিপোর্ট পাঠিয়েছে। এতে আমাদের কাজটা কিছুটা সহজ হবে। সেইসব এলাকায় সতর্কতা আরও বাড়াতে হবে।
সূত্র: আজকাল, সংবাদ প্রতিদিন