জঙ্গি হতে টাকা দিয়েছিল জাকির

আপডেট: নভেম্বর ২৩, ২০১৬, ৯:৫৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক
দিল্লি অবশেষে আই এস জঙ্গিদের সঙ্গে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের যোগাযোগের প্রমাণ মিলল। ভারতীয় গোয়েন্দাদের দাবি, আই এস-এর মতাদর্শ নিয়ে পড়াশুনো করার জন্য ৮০ হাজার টাকার আর্থিক সাহায্য করেছিল জাকির। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) দাবি করেছে, সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগদানে ইচ্ছুক এক ব্যক্তিকে আর্থিক সহায়তা করেছিলেন ইসলামবিষয়ক বক্তা জাকির নায়েক। উস্কানিমূলক বক্তব্য প্রচারের জন্য গত শুক্রবার  জাকির নায়েকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা এন আই এ। একই সঙ্গে জাকির পরিচালিত বেসরকারি সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের  (আই আর এফ) সঙ্গে সম্পর্কিত ১০টি স্থানেও অভিযান চালায় সংস্থাটি।  এন আই এ জানিয়েছেন, জাকিরের সংস্থা আই আর এফ আবু আনাস নামের এক ব্যক্তিকে গত বছরের অক্টোবরে ৮০ হাজার টাকা দিয়েছিল। আবু আনাস রাজস্থানের টংক এলাকার বাসিন্দা। আই এসের সঙ্গে যোগাযোগের অভিযোগে চলতি বছরের জানুয়ারি মাসে তাকে গ্রেপ্তার করা হয়। আনাস এখন দিল্লির তিহার জেলে আটক। জাকির নায়েকের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সময় সে আই এসে যোগ দিতে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করেছিল বলে দাবি তদন্তকারীদের। সম্প্রতি জাকির নায়েকের সংস্থা আই আর এফ-কে পাঁচ বছরের জন্য ভারতে নিষিদ্ধ করা হয়।- আজকাল