সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
বাড়ির বাইরে বেরলেই খুন হয়ে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন ইমরান খান। আগেও সমাবেশ চলাকালীন গুলি চালানো হয়েছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর উপর। সেই কারণে বুলেটপ্রুফ কন্টেনারের মধ্যে থেকে জনসভায় ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিলেন ইমরান। লাহোরের এই জনসভায় কন্টেনারের মধ্যে থেকেই বক্তৃতা দেবেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।
ইতোমধ্যেই পাকিস্তান প্রশাসনের তরফে জানানো হয়েছে, বড় মাপের রাজনৈতিক সভাগুলিকে নিশানা করছে জঙ্গি গোষ্ঠীগুলি। লাহোরে ইমরানের সভাতেও হামলার ছক রয়েছে বলে অনুমান পাক গোয়েন্দাদের। বিস্ফোরক নিয়ে সভাস্থলের আশেপাশে পৌঁছে গিয়েছে জঙ্গিরা, এমনটাও অনুমান করা যাচ্ছে। তবে জঙ্গি হানার আশঙ্কা উড়িয়ে দিয়ে সভা করার সিদ্ধান্ত নেন ইমরান।
জানা গিয়েছে, রোববার লাহোরের জলসআ গ্রাউন্ডে ইমরানের সভার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে পাঞ্জাবের প্রশাসন। সরকারের নির্দেশেই ইমরানের জন্য বিশেষ বুলেটপ্রুফ কন্টেনার রাখা হয়েছে। সভায় যোগদানের জন্য সমর্থকদের উপর অবশ্য কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে নিরাপত্তার ক্ষেত্রে ব্যাপক কড়াকড়ি থাকবে বলেই জানা গিয়েছে। লাহোরের একাধিক রাস্তাও বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
যদিও ইমরানের দলের দাবি, আসলে সমর্থকদের আটকাতেই জঙ্গি হামলার ভুয়ো সম্ভাবনার কথা প্রচার করছে সরকার। কারণ ইমরানকে ভয় পাচ্ছে নেতারা। সেই জন্যই প্রায় ৫০ জন পিটিআই (চঞও) নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুলেটপ্রুফ কন্টেনারের বদলে স্বাভাবিকভাবে যেন সভা করতে পারেন ইমরান, সেই আবেদনও জানানো হয়েছে। তবে পিটিআই নেতা শাহ মামমুদ কুরেশি আশাবাদী, সমস্ত বাধা সত্ত্বেও সমর্থকরা সভায় আসবেন।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন