শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
জনগণকে ভ্যাট সম্পর্কে উদ্বুদ্ধ করতে নাটোরে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাস্তবায়ন সম্পর্কিত করদাতা উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজন বৃহস্পতিবার দুপুরে শহরের কানাইখালি এলাকায় একটি চায়নিজ রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন। সভায় নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন সম্পর্কে উপস্থিত করদাতাদের অবহিত করেন অতিরিক্ত কমিশনার এ কে এম মাহবুবুর রহমান ও নাটোর ভ্যট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ কাউছার আলম পাটোয়ারী। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, চেম্বার অফ কমার্সের সভাপতি আমিনুল হক প্রমূখ।
নতুন আইনে ভ্যাট অফিসে না গিয়ে ঘরে বসেই অনলাইনে রেজিষ্ট্রেশন এবং রিটার্ন দাখিল করা যাবে বলে সভায় অবহিত করা হয়। এসময় জেলার শতাধিক ব্যবসায়ী সেমিনারে অংশগ্রহন করেন।