জনগণের কোটি-কোটি টাকা পাচার করেছে শেখ পরিবার : নাজিবুল্লাহ্ চৌধুরী

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


মেগা উন্নয়নের নামে আওয়ামীলীগ তথা স্বৈরাচারী শাসক শেখ পরিবার বাংলাদেশ মানুষের কষ্টের কোটি কোটি টাকা পাচার করে দিয়েছে বলে মন্তব্য করেছেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহসভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে পত্নীতলা ইউনিয়নের মহেশপুর হাইস্কুল মাঠে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাজা নাজিবুল্লাহ চৌধুরী আরও জানান, বেগম খালেদা জিয়া কোন অন্যায়ের কাছে মাথা নত করেননি আগষ্টের পর কেউ যদি মনে করে রাজনীতি কারো পেশা তাহলে বাংলার জনগণ তাদের শক্ত হাতে দমন করবে বলে মন্তব্য করেন এই নেতা।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নজিপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আনোয়ার হোসেন, নজিপুর পৌর বিএনপি যুগ্ম আহবায়ক এম.আর মোস্তফা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু), পাটিচরা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সামাদ, উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমী আখতার, বিএনপি নেতা আব্দুস সবুর খাঁন, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান প্রমুখ।