জনগণের রায় নিয়ে আ’লীগ আবার ক্ষমতায় আসবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট: আগস্ট ১৪, ২০১৭, ১২:৫২ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


সভায় বক্তব্য দেন পরারাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম-সোনার দেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রেখে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষতায় আসবে। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই। গতকাল শনিবার সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার বাউসা উচ্চবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই দেশ এক সময় ইংরেজ, মুঘল এবং পাকিস্তানি দ্বারা শাসিত হয়েছে। কিন্তু জাতির পিতা পৃথিবীর ভূ-খণ্ডে এই দেশকে স্বাধীন দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাই ৩৪ বছর বয়সে তিনি মন্ত্রিত্ব ইসতেফা দিয়ে স্বাধীনতার ডাক দিয়ে দেশকে হানাদার মুক্ত করেছেন। আমার লজ্জা হয়, ইংরেজ ও পাকিস্তানিরা জাতির পিতাকে মারে নি। মেরেছে আমাদের দেশের কতিপয় ষড়যন্ত্রকারী। তারা সেখানেও ক্ষান্ত হন নি, তারা হত্যা করেছেন জাতীয় চার নেতা এবং দেশের বুদ্ধিজীবীদের। এছাড়া নির্বাচন এলে অতিথি পাখি বাড়ে। অনেকেই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৫ আগস্টের হত্যাযজ্ঞ থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। যারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চান তারা ধানমন্ডির ৩২ নম্বরে যাবেন। জাতির জনককে কী নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই ইতিহাস সেখানে লিপিবদ্ধ আছে। জাতির পিতা ৩৪ বছর বয়সে দেশকে স্বাধীন করার জন্য পাকিস্তানের মন্ত্রিসভায় ইস্তফা দিয়েছিলেন। তিনি যদি নিজের স্বার্থকে বড় করে দেখতেন, তাহলে ওই সময়ে তার নেতৃত্ব ত্যাগ করার কথা নয়। কিন্তুু তিনি যা করেছেন, দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই করেছেন।
বাঘা-চারঘাট আসনের এ সাংসদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বিএনপি দীর্ঘদিন খুনিদের বিচার হতে দেয় নি। ফলে আর একবার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় এসে দেশের বাইরে পালিয়ে থাকা খুনিদের খুঁজে এনে তাদের বাংলার মাটিতে বিচার কার্যকর করার সুযোগ দেয়ার আহবান জানান।
আগামী নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী হলে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের কথা আপনাদের নিশ্চয় মনে আছে। উপজেলার তুলশীপুরে জামায়াত-বিএনপিরা নারকীয় ঘটনা ঘটিয়েছিল। আগামী নির্বাচনের আগে থেকে তারা চক্রান্ত শুরু করেছে। তাদের প্রতিহত করার জন্য তৈরি থাকার আহবান জানান তিনি।
বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম টগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের পরিচালনায় শোক সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নাছিম উদ্দিন, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবীর, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ নুর মোহাম্মদ তুফান, জয়জয়ন্তী সরকার মালতি, মহিলা আওয়ামী লীগের নেত্রী ফাতেমা খাতুন লতা, যুবলীগ নেতা কামরুজ্জামান নিপন, মোকাদ্দেস হোসেন, কামরুল হাসান জুয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন প্রমুখ। শেষে বঙ্গবন্ধুর পরিবারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ