জনতা পুলিশে দিল মাদক ব্যবসায়ীকে

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



নগরীর আলোচিত মাদক ব্যবসায়ী লিজা ও তার বোন লাকীকে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসি। মাদক ব্যবসায় বাধা দেয়ার কারণে প্রতিবন্ধী সোহেলীকে মারধর করলে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে লিজা ও তার বোনকে ঘেরাও করে পুলিশে সোপর্দ করেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর হোসনীগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, দীঘদিন থেকে লিজা, তার স্বামী মনির এবং বোন শিলা, লাকী, যুথি, ভাই রিভারসহ পরিবারের কয়েকজন সদস্য নিয়ে এলাকায় মাদক ব্যবসা করছেন। অভিযোগ রয়েছে, এ মাদক সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন লিজা ও তার স্বামী মনির। মাদক ব্যবসার কারণে এলাকায় সামাজিক অবক্ষয়ের কারণে গতকাল সকালে প্রতিবাদ করেন লিজার প্রতিবেশি সোহেলী ও তার ভাবী নাসিমা। এসময় লিজা ও তার সহযোগীরা প্রতিবন্ধী সোহেলী ও নাসিমাকে লোহার পাইপ, কাঠের লাঠি, হকিস্টিক রদিয়ে বেঢ়ড়ক প্রহার করে।
এ ঘটনা চলতে থাকলে স্থানীয়রা সোহেলী ও তার ভাবীকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন। এসময় লিজা ও তার সহযোগী মাদক ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে উঠলে এলাকাবাসী ফুঁসে উঠেন। তারা এসময় লিজা ও তার বোন লাকীকে ঘেরাও করে আটক করেন। এরপর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে বোয়ালিয়া থানা পুলিশ উপস্থিত হয়ে তাদের বাড়িতে অভিযান শুরু করে। এসময় লিজা ও তার বোনকে আটক করে পুলিশ। আর বাড়ি তল্লাশি করে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এদিকে মাদক ব্যবসায়ী লিজা ও তার সহযোগীদের হামলায় আহত প্রতিবন্ধী সোহেলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ছয় নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরে হাত-পা ও মাথাসহ শরীরের অন্যান্য অংশে আঘাত রয়েছে। আর আহত নাসিমাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আল আমিন বলেন, লিজা ও তার স্বামী মনিরের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ দীর্ঘদিনের। কয়েকদিন আগে তার স্বামী মনিরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল এলাকাবাসী প্রতিবন্ধী নারী সোহেলীকে মারধর ও মাদক ব্যসার কারণে লিজা ও তার বোন লাকীকে আটক করে পুলিশ খবর দেয়। এরপর পুলিশ লিজা ও তার বোনকে বিভিন্ন ধরনের মাদকসহ আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ