জনবিচ্ছিন্ন নেতা প্রধানমন্ত্রীর স্বপ্নের সারথি হতে পারে না : রাহেনুল হক

আপডেট: জানুয়ারি ২, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আ’ লীগের সদস্য রাহেনুল হক রায়হানকে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ ও নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) বাঘার বাউসা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করা হয়।

এ সময় স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতায় এখন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। সেই উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর স্বপ্নের সারথির প্রয়োজন। তাই জনবিচ্ছিন্ন কোনো নেতা প্রধানমন্ত্রীর সেই স্বপ্নের সারথি হতে পারে না।

উন্নয়নের জন্য মানুষ কাঁচি প্রতীকের পক্ষ নিয়ে ঘরে ঘরে গণজোয়ার সৃষ্টি করেছে। আপনারা সজাগ থাকবেন আগামী ৭ জানুয়ারি কাঁচি প্রতীকের ভোট বিপ্লব কোনো ষড়যন্ত্র রুখতে পারবে না।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’ লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, চারঘাট পৌরসভার সাবেক মেয়র নার্গিস বেগম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ