জন্মাষ্টমী উপলক্ষে সভা ও কীর্তন অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ১:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


জন্মষ্টমী উপলক্ষে সভা ও কীর্তন অনুষ্ঠানে অতিথিরা-সোনার দেশ

হিন্দুধর্মের শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে আলোচনাসভা ও কীর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর ঘোড়ামারা কালিমন্দিরে এ সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ভারতীয় সহকারি হাই কমিশনার রাজশাহীস্থ অভিজিৎ চট্টোপাধ্যায় ও তার সহধর্মিনী, উপপুলিশ কমিশনার তানভির হায়দার চৌধুরী, বোয়ালিয়া থানা (পূর্ব) আ’লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার, ট্রাস্টি অনীল কুমার সরকার, হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলক কুমার দাশসহ ভক্তরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ