মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য প্রফেসর ড. ইমদাদুল হকের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার গভীর শোক প্রকাশ করেছেন ।
উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ করে উদ্ভিদবিজ্ঞানে ড. হকের অবদান শ্রদ্ধার সাথে
স্মরণ করে উপাচার্য বলেন, বাংলাদেশ আজ একজন বরেণ্য শিক্ষাবিদ ও কৃতবিদ্য উদ্ভিদবিজ্ঞানীকে হারালো। উচ্চশিক্ষাক্ষেত্রে মরহুমের অবদান জাতি স্মরণ করবে বলে উপাচার্য অভিমত ব্যক্ত করেন।
শনিবার (১১ নভেম্বর) ভোরে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রফেসর ড. ইমদাদুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না … রাজিউন )।
উল্লেখ্য, ২০২১ সালের ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা ড. ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দেন।