সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
গ্রেফতারকৃত জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজরুল ইসলামসহ চার জামায়াত নেতা-সোনার দেশ
নগরীতে জামায়াতের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতাল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে চার জামায়াত নেতার বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের পরিকল্পনা করার অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। এরপর জামায়াত নেতাদের নাশকতার মামলায় বিকেলে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এম নজরুল ইসলাম, নগর জামায়াতের রোকন ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা মাইনুল ইসলাম, আবদুস সবুর ও কাজী মহিউদ্দিন। এদের মধ্যে মাইনুল ইসলাম জমজম ইসলামী হাসপাতালের পরিচালক। জমজম ইসলামি হাসপাতালে এই তিন জামায়াত নেতার শেয়ার আছে। সরকারবিরোধী ষড়যন্ত্র করতে শুক্রবার সকালে তারা সেখানেই গোপন বৈঠক করছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের অভিযোগ।
এদিকে খবর পেয়ে নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ফোর্স নিয়ে হাসপাতালটিতে অভিযান চালান। এ সময় এই তিন নেতাকে আটক করে থানায় নেয়া হয়। পরে দুপুর পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি হাফিজুর রহমান বলেন, সকালে জামায়াত নিয়ন্ত্রিত ওই হাসপাতালে গোপন বৈঠক চলছিলো। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বোয়ালিয়া মডেল থানার তিনটি ও রাজপাড়া থানার দুইটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।