জমি দখল নিয়ে একই পরিবারের উপর হামলা II অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে

আপডেট: নভেম্বর ১৯, ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর পুঠিয়ার দাশমাড়িয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে একই পরিবারের চৌদ্দজনের হামলা, বাড়িতে আগুন ও জমির ফসল নষ্ট করে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। রোববারও (১৯ নভেম্বর) বাড়িতে আবারও আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে।

ভুক্তভোগী গোলাম মোস্তফা বলেন, আমাদের ওপর হামলার এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্নভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের মোবাইলে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। জমিতে থাকা ফসলও প্রতিদিন কেটে ফেলছে।

তিনি বলেন, বুধবার (১৫ নভেম্বর) পুঠিয়া থানা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোট একুশজনসহ অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার পরে কোর্ট থেকে আসামীদের বিরুদ্ধে আটকের নির্দেশনা দিয়ে পুঠিয়া থানায় প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করলেও থানা তা আমলে নিচ্ছেনা।

এই মামলার আইনজীবী আরিফুর রহমান জুয়েল বলেন, মামলার সমস্ত কপি পুঠিয়া থানায় পৌঁছে গেছে। অথচ থানা কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় বিবাদী পক্ষের আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয় আসামী সোহেল রোববার রাজশাহী কোর্টে এসে তাঁর মোক্কেলদের আসামী করে মামলা করে গেছে বলে উল্লেখ করেন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) সাইদুর রহমান বলেন, আদালতে মামলা হয়েছে । মামলার কপিও হাতে এসেছে। এখনও থানায় মামলা হিসেবে এন্ট্রি হয়নি। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ