মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি:নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যবসায়ী হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে।
জমি নিয়ে বিরোধে হামলার শিকার ব্যবসায়ীর নাম শংকর কুমার সাহা (৩৪)। তিনি কালিসফা গ্রামের কিশোরী মোহন সাহার ছেলে ও মোবাইল ফোন ব্যবসায়ী। দেলুয়াবাড়ি বাজারের ধানপট্টি এলাকায় সাহা টেলিকম নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে।
ভুক্তভোগী ব্যবসায়ী শংকর কুমার সাহা বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ছেলে সৌম্য সাহা ও ভাতিজা জ্যোতি সাহাকে স্কুলে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলাম। পথে কালিসফা মোড়ে পৌঁছলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া জনা ওরাও ও তার সহযোগীরা পথরোধ করে হামলা করে। এ সময় ডাক-চিৎকারে আশপাশের লোকজন ও আমার আত্মীয় স্বজনেরা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা সটকে পড়েন।’
ব্যবসায়ী শংকর কুমার সাহা আরও বলেন, ‘দেলুয়াবাড়ি বাজারের ধানপট্টিতে আব্দুর রশিদের মার্কেটে দোকানঘর ভাড়া নিয়ে ২০০৮ সাল থেকে মোবাইলফোনের ব্যবসা করে আসছি। হঠাৎ করে কালিসফা গ্রামের জনা ওরাও ২০১৯ ও ২০২১ সালে চারটি কাল্পনিক দলিল তৈরিসহ মার্কেটটি দখলে নেওয়ার চেষ্টা করে।
জমি নিয়ে বিরোধে এ অবস্থায় আমি মার্কেট মালিকের পক্ষ নিলে জনা ওরাওর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। দলিলগুলো বাতিল চেয়ে মার্কেট মালিক আব্দুর রশিদ আদালতে মামলা করেন। মামলাটি বিচারাধীন আছে।’
অন্যদিকে অভিযুক্ত জন ওরাও দাবি করেন, বৃহস্পতিবার সকাল ৯.৩০ টার দিকে আমার বাড়ির পাশের মোড়ে বিবাদমান জমি নিয়ে শংকরের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শংকর ও তার লোকজন আমাকে মারধর করে।’
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ঘটনাটি জেনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।