বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীর পদ্মাপাড়ে জমির দখল নিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী ও বিজিবি সদস্যদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের দক্ষিণে নগরীর শ্রীরামপুরে পদ্মাপাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নগরীর শ্রীরামপুর এলাকায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ও কেন্দ্রীয় কারাগারের পাশের জমিতে পদ্মা নদীর পাড়ে বিজিবির উদ্যোগে বেশ কিছুদিন ধরেই ফাস্টফুডের ভবন নির্মাণ কাজ চলছে। কিন্তু জমিটি কারাগারের বলে দাবি করে কারা কর্তৃপক্ষ। এ নিয়ে তারা আদালতের রায়ও পান।
আদালতের রায় পাওয়ার পর গতকাল কারা কর্তৃপক্ষ এই জায়গা নিজেদের দখলে নিতে গেলে বিজিবির সদস্যরা বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটা-কাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। খবর পেয়ে কারা এবং বিজিবি কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখানেই বিজিবি ও কারা কর্তৃপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে বিজিবি ১ ব্যাটেলিয়নের পরিচালক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান বলেন, ‘২০১৪ সাল থেকে ওই জায়গাটি আমাদের দখলে আছে। আমরা সেখানে ৪০ লাখ টাকা খরচ করে ভবন নির্মাণ করেছি। এতোদিন কারা কর্তৃপক্ষ এসে তাদের জমির দাবি করেনি। কিন্তু এখন হঠাৎ করে এসেই জমির কিছু অংশের মালিকানা দাবি করে ওই ভবন আমাদের ব্যবহার করতে মানা করছে। এটি হতে পারে না। তবে বিষয়টি বিজিবি সদর দফতরে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে সুরাহা করা হবে।’
তবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, তারা আগে থেকেই বিজিবিকে বার বার অনুরোধ করেছেন, তাদের জায়গা দখল করে ভবন নির্মাণ না করতে। কিন্তু বিজিবি তা শোনেনি। তারা সেখানকার গাছপালা কেটে রেস্টুরেন্ট নির্মাণ করছে। গত ২২ জানুয়ারি উচ্চ আদালতের রায় পাওয়ার পর গতকাল তারা তাদের জায়গা বুঝে নিতে যান। কিন্তু এ সময় বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। বিজিবি সদস্যরা কারারক্ষীদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ করেন হালিমা খাতুন।
তিনি আরো বলেন, ‘বিষয়টি নিয়ে এখন মন্ত্রণালয় ও কারা অধিদফতরের ঊধ্বর্তন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। তবে জায়গা দখল করে গড়ে তোলা ভবনের বাইরে আপাতত কারারক্ষীরা দায়িত্ব পালন করবেন।’
উল্লেখ্য, এর আগে গত বছরের ৭ আগস্ট এই জমি নিয়ে কারারক্ষীদের সঙ্গে বিজিবি সদস্যদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।