রবিবার, ১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল শনিবার (২৯ জুন) সকাল ৭ টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পলাশগড় এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।
ধৃতরা হলো-পাঁচবিবি থানার পলাশগড়ের মৃত নাগেশ্বর রবি দাসের ছেলে ভুট্টু রবি দাস (৪৫), এবং মৃত রবিন দাসের স্ত্রী রিনা বালা (৪০)।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ভুট্টু ও রিনা বালা এলাকার চিহ্নিত মাদক কারবারী।
আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুট্টু ও রিনা বালা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে নিজ বসত বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করতঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন বিভিন্ন এলাকায় যুবকদের নিকট ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামীদ্বয়ের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদ্বয়কে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পলাশগড় এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল ভুট্টু ও রিনা বালা কে আটক করে।
পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদ্বয়ের নিকট রক্ষিত অবৈধভাবে উৎপাদনকৃত সর্বমোট ৩০৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত চোলাই মদের প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী উদ্ধারকৃত অবশিষ্ট চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।