মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটের চাঞ্চল্যকর পিয়াল হত্যা মামলার এজাহার নামীয় তিন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (৫ জুন) রাত পৌনে ২ টায় ধামইরহাট থানার চন্দ্রকোলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন- জয়পুরহাট সদর থানার আদর্শপাড়া (ইসলামনগর) ছামছুদ্দিন মণ্ডল ওরফে চানুর ছেলে রুবেল ওরফে রুমেল হোসেন (৩৬), কোচাকুড়ির মুত ছকির উদ্দিনের ছেলে ছামছ্দ্দুীন মন্ডল ওরফে চানু (৬০), এবং ছামছ্দ্দুীন মন্ডল ওরফে চানুর ছেলে শিহাব (২২)। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৮ মে আনুমানিক ১২.০৫ ঘটিকায় জয়পুরহাট পৌরসভা আদর্শপাড়া (ইসলামনগর) ভিকটিম বিপ্লব আহম্মেদ পিয়াল (২৭), পিতা-বাচ্চু মিয়া, সাং-আদর্শপাড়া (ইসলামনগর), থানা ও জেলা-জয়পুরহাট এর বাইক ওয়াশ মোটরসাইকেল গ্যারেজ এর সামনে পূর্ব শত্রুতার জের ধরে ১৩/১৪ জন দুষ্কৃতিকারী পিয়ালকে লোহার রড, ধারালো বারমিজ চাকু দ্বারা আক্রমণ করে। তখন ভিকটিম জীবন রক্ষার্থে দৌড় দিয়ে তার বাড়ির মেইন গেটে পৌছামাত্র দুষ্কৃতিকারীরা তাকে চারিদিকে ঘিরে লোহার রড ও বারমিজ চাকু দ্বারা এলোপাথারী আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পিয়ালকে গুরুত্বর আহত অবস্থায় তার আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়ালকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় ভিকটিমের মাতা মোছা. ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি এজাহার দায়ের করলে জয়পুরহাট সদর থানার মামলা নং-৪৮ তারিখ ২৮ মে ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলা রুজুর পর থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল উল্লেখিত হত্যা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অদ্য ০৫ জুন ২০২৫ তারিখ ০১৪৫ ঘটিকার সময় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় ক্রমিক নং-০২ এ বর্ণিত আসামী মোঃ রুবেল @ রুমেল হোসেন (৩৬), ক্রমিক নং-০৩ এ বর্ণিত আসামী মোঃ ছামছ্দ্দুীন মন্ডল @ চানু(৬০) এবং ক্রমিক নং-০৮ এ বর্ণিত আসামী মোঃ শিহাব (২২) দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপরোক্ত নিজ নিজ নাম-ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।