শনিবার, ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি আভিযানিক দল শুক্রবার (৩১ মে) রাত ১০:৩০ টায় জয়পুরহাট সদর থানার ভারুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ৫ পিস ও ৬ গ্রাম গাজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ধৃত ব্যক্তিরা হলো-দেলোয়ার হোসেনর ছেলে রাজু হাসান (৩০), সুজাউল ইসলামের ছেলে মারুফ হোসেন (২০) এবং আনোয়ার হোসেনর ছেলে মামুন হোসেন (২৩)। ধৃতরা সকলেরই জয়পুরহাট সদর থানার বুজরুগ ভারুনিয়ার বাসিন্দা। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তিতে জানান হয়, গ্রেফতারকৃত আসামী রাজু চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে গ্রেফতারকৃত মারুফ ও মামুন এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।