জয়পুরহাটে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস

আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ২:৫৪ অপরাহ্ণ


জয়পুরহাট প্রতিনিধি:


“রাষ্ট্রের মুলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ” এই প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জয়পুরহাটে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন অর রশিদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তারিফ হোসেন প্রমুখ ।

এসময় প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে তথ্য অধিকার আইন সম্পের্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

 

Exit mobile version