শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি:
আসন্ন দূর্গাপুজা উপলক্ষে জয়পুরহাটের সকল মন্দিরে সুষ্ঠু-স্বাভাবিক, আনন্দঘন পরিবেশে পালনে জেলার সকল মন্দিরের প্রতিনিধিদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা সার্বজনিন কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, জেলা সার্বজনিন কেন্দ্রীয় শিব মন্দিরের সাধারণ সম্পাদক রাজ কুমার খেতান। এ সংক্রান্তে আলোচনা করেন সার্বজনিন কেন্দ্রীয় মন্দিরের সদস্য স্বপন কুমার মহন্ত, নীলমনি মহন্ত, যুব সম্প্রদায়ের বীরেন পাহান, প্রান্ত প্রান্তে, নেপাল কুমার মন্ডল প্রমুখ। এসময় সভায় আসন্ন দূর্গাপুজা জয়পুরহাটের সকল মন্দিরে সুষ্ঠ-স্বাভাবিক, আনন্দঘন পরিবেশে উদযাপনে কতিপয় প্রস্তাব গৃহীত হয়।