জয়পুরহাটে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ১৯, ২০২৪, ৩:০৮ অপরাহ্ণ


জয়পুরহাট প্রতিনিধি :


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ওলামা মাশায়েখের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত ১৫ বছর আমওয়ামী দুঃসাশনের সময় যারা যারা খুন, গুম ও দূর্নীতি সাথে জড়িত, তাদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে জেলা ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের ওলামা মাশায়েখের জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও কে›ন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ ও ওলামা মাশায়েখ বগুড়া অঞ্চলের সভাপতি মাওলানা আলোমগীর হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া। সম্মেলনে প্রধান অতিথি আরো বলেন, অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা নিজেস্ব এজেন্ডা বাস্তবায়ন করবেন তাদের সাবধান করছি। এটা নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জয়গা নয়। যদি করেন তাদেরকেও প্রতিহত করতে হবে।

কারন আপনারা নিজে নিজে উপদেষ্টা হননি আপনাদের উপদেষ্টা বানানো হয়েছে। তিনি আরো বলেন কওমী আলিয়া সকল ভেদাভেদ ভুলে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠায় সকল আলেমদেরকে এক হয়ে কাজ করতে হবে।

সম্মেলন শেষে বিকাল ৩টায় আব্বাস আলী খান মিলনায়তনে জেলা রোকল সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ওলামা মাশায়েখের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান সহ জেলা ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

 

Exit mobile version