জয়পুরহাটে কিশোর গ্যাঙের লিডার সোহানসহ ৮ সদস্য গ্রেফতার

আপডেট: মার্চ ২৩, ২০২৪, ১২:০৮ অপরাহ্ণ

জয়পুরহাটে কিশোর গ্যাঙের লিডার সোহানসহ ৮ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:


র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি অপারেশনাল দল শুক্রবার (২২ মার্চ) বেলা ১:৩০ টার দিকে জেলা স্টেডিয়াম এলাকা হতে জানু গ্রুপের লিডারসহ ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলো-হারাইলের গোলাম মোস্তফার ছেলে গ্যাং লিডার তাজমির হোসেন সোহান (২৪),

তাতিপাড়ার নজরুল খানের ছেলে সাকিব খান ওরফে রাতুল (২৩),বুলুপাড়া স্টেডিয়াম রোডের গোলাম মোস্তফার ছেলে আবদুল্লাহ মুমিন (২৩), বনমালিপাড়া নিশির মোড়ের মোহন কর্মকারের ছেলে জয়ন্ত কুমার (২১), আদর্শপাড়ার নূর মোহাম্মদের ছেলে আব্দুল হাই কাফি তামিম (২৩), তাতিপাড়ার প্রবীরচন্দ্র মহন্তের ছেলে পিযুষ কুমার মহন্ত ওরফে আনন্দ (২৪), তাতিপাড়ার লক্ষণ মহন্তের ছেলে জয় মহন্ত (২২), এবং সাহেবপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে পিপাস মোল্লা (২৩)। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তির খবর, র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল কিশোর গ্যাঙের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল জয়পুরহাট জেলার সদর থানাধীন জেলা স্টেডিয়াম এলাকা থেকে ‘জানু গ্রুপ’ নামক কিশোর গ্যাঙের গ্রুপ লিডার সোহানসহ ৮ সদস্য গ্রেফতার করে।

উল্লেখ্য, সমসাময়িক সময়ে জয়পুরহাট এ কিশোর গ্যাঙের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসী আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোনো অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না।
গ্রেফতারকৃত আসামীকে জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আড়ও পড়ুন: কিশোর গ্যাঙের লিডারসহ

এ বিভাগের অন্যান্য সংবাদ