মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা সদর উপজেলার তৃণমূলের ভাদসা ইউপির বিভিন্ন পেশার মানুষ ও জনপ্রতিনিধি নিয়ে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সহায়তায় ও সদর উপজেলা কমিটির আয়োজনে ‘গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারে আমাদের করণীয়’ শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় ভাদসা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সুজনের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যের আলোচনায় সদর সহকারী নির্বাচন কর্মকর্তা মো:মাসুদুর রহমান বলেন, তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা পুনরায় সংবিধানে আনতে হবে তেমনি নির্বাচনকালীন তৃণমূলের সকল অনিয়ম ও অভিযোগ নিরসনের ক্ষমতা, নির্বাচন কমিশনের দপ্তরে কেন্দ্রীভূত না করে এমন বৈষম্যদূর করণার্থে অধীনস্থ জেলা ও উপজেলা ওয়ারী নি¤œতর পর্যায়েও এ ক্ষমতা বিকেন্দ্রিকরনের বিধান রাখাটাও বাঞ্ছনীয়।
অন্যান্য অতিথি আলোচকদের মধ্যে হতে আলোচনায় অংশ নেন ভাদসা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এটিএম মিজানুর রহমান সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আফসার আলী বিশিষ্ট সমাজসেবী তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন ইউপি সদস্য মজিদুল ইসলাম মহিলা ইউপি সদস্য পলাশী রানী মন্ডল সাবেক ইউপি সদস্য দুলাল হোসেন ইমাম তোফাজ্জল হোসেন মানবাধিকার কর্মী লুৎফর রহমান মোফাজ্জল হোসেন ও ইসমাইল হোসেন হাদী প্রমুখ।
তৃণমূলের আলোচকদের প্রস্তাবনা মতে সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য দুই বারের বেশি হতে পারবেনা,না ভোট প্রদানের ব্যবস্থা চালু,পুলিশ প্রশাসনের নতুন পোশাকে শুদ্ধাচার যুক্ত পরিবারের সদস্য হতে নিয়োগে ঢেলে সাজানোর,ভুয়া মুক্তিযোদ্ধা বাতিলের, গুম খুন চাঁদাবাজি পেশীশক্তি ব্যবহারের বিরুদ্ধে কঠোরতর অর্থনৈতিক ও ব্যাংক খাতে লুটপাট বন্ধের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে কার্যকর সমন্বিত প্রচেষ্টার বিধান সমূহ প্রণয়নের উপর কতিপয় প্রস্তাবনা তুলে ধরেন।