শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩টা থেকে গভীর রাত পর্যন্ত জয়পুরহাট সদরের ২৮টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ সুজন-বিএনপি’র বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতৃবৃন্দের একটি দল।
দলে ছিলেন ভাদসা ইউপি চেয়ারম্যান শাহ আলম, ইউপি সদস্য রেজাউল করিম, ইলিয়াস আলী, মজিদুল ইসলাম, মহিলা ইউপি সদস্য পলাশী রানী মন্ডল ও রহিমা আক্তার, বিএনপি নেতা ফরিদ উদ্দিন, মামুনুর রশিদ সুপ্ত, মামুনুর রশিদ, মুকুল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আফছার আলী, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক শাহাবুদ্দিন, অন্যতম সদস্য ও রাজশাহী বিভাগীয় হিউম্যান রাইটস্ ফোরাম নির্বাহী সদস্য ইসমাইল হোসেন হাদি প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বর্তমানে নির্বিঘ্নে পূজা পালন করতে পারায় তৎপরতায় সরকার রয়েছেন। আমরা এতে খুশি। কেননা সাংস্প্রদায়িক সম্পৃতি বন্ধনে আর কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী। দূর্গাদহ সার্বজনীন, সাগরপুর, পশ্চিম পাইকড় দাড়িয়া, মধ্য পালি, শহরের খন্জন্পুর মধ্যপাড়া, বর্মনপাড়া, বিষহরি মিলন, গুলশান মোড় উত্তরপাড়া, নব জাগ্রত সংঘ, বারিধারা, পূজা মন্ডব সমূহে অনুপ কুমার দাস, সাগর সরকার, বিদ্যুৎ চন্দ্র, সুনীল চন্দ্র মন্ডল, মদন চন্দ্র বর্মন, বিনয় শিল, বদল চন্দ্র চাকী ও নিমাই চন্দ্র দাস প্রমুখগণ পরিদর্শনে আগত নেতৃবৃন্দকে জানান, তারা এ বছর অনন্দঘন সুন্দর পরিবেশে পূজা পার্বন করতে পারায় আনন্দিত ও আহল্লাদিত। তারা আইন শৃংখলা পরিবেশ খুব ভাল ও সন্তোষজনক বলেও মতামত প্রকাশ করেন।