জয়পুরহাটে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও চোলাই মদসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার

আপডেট: জুন ২৮, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর থানার কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি জেলার কেশবপুরের মোসলেম মণ্ডলের ছেলে রনি হোসেন (৩২) গ্রেফতার করে।

অপর অভিযানে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় ১.৭৫০ লিটার চোলাই মদসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিরা হলো- জয়পুরহাট সদর থানার চরশ্যাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে জুয়েল রানা (৩২),মৃত নইম উদ্দিনের ছেলে আল আমিন (২৭), মো. রেজাউলের ছেলে একরামুল (২৫), মৃত রেজাউলের ছেলে সালাম (২৫),এবং মৃত বাদেশের ছেলে গোলজার হোসেন (৪৫)। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তিতে জানান হয়, গ্রেফতারকৃত আসামী রনি, জুয়েল, আল আমিন, একরামুল, সালাম ও গোলজার চিহ্নিত মাদক কারবারী। র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট সদর থানার কেশবপুর রনি কে এবং চকশ্যাম এলাকা থেকে দল জুয়েল, আল আমিন, একরামুল, সালাম ও গোলজার কে আটক করে।

পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদেকে তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১.৭৫০ কেজি চোলাই মদ ও মদ পানের ৪টি গ্লাস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ