জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি ইব্রাহিমকে গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি গোয়েন্দা দল রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার সদর থানার ভাদসা এলাকা হতে ৫৯ গাঁজাসহ মাদক কারবারি ইব্রাাহিম (৩০) কে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।

ইব্রাহিম কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখরাবাদ বলবদী এলাকার কফিল উদ্দিনের ছেলে। ধৃত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক মামলার আসামী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করে।

ইব্রাহিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মিনি ট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version