সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১ টার দিকে (শনিবার র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি গোয়েন্দা দল অভিযান চালিয়ে কালাই থানার পশ্চিম নয়াপাড়া এলাকা হতে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী স্বপন ফকির (৩৬) কে গ্রেফতার করেছে। সে কালাই থানার পুনট এলাকার মোশারাফ হোসেন ফকিরের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
গ্রেফতারকৃত আসামী স্বপন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।
আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।