রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি:
‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তর ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক, তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এড: সামছুল আলম দুদু।
বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি পুলিশ সুপার আফজালুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মহির উদ্দিন প্রমুখ। দিবসটি উপলক্ষে পরে পিকেএসএফএর সহযোগিতায় কদমতলী মাদ্রাসার শতাধিক এতিম শিশুদের বিনামুল্যে দুগ্ধ পান করানো হয়।