মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিসি-৩ একটি অভিযানিক দল শুক্রবার (২৮ জুন) বিকেল ৩ টায় জয়পুরহাট সদর থানার পুরানপৈল পাইকরতলী বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ একজন গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি মহাদেবপুর থানার মহাদেবপুর থানার মৃত আব্দুর রশিদের ছেলে মাসুদ রানা (৩২)। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপিডÍতে জানান হয়, গ্রেফতারকৃত আসামী মাসুদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ২৮-০৬-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরানপৈল পাইকরতলী বাইপাস মোড় এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল মাসুদ কে আটক করে।
পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীকে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।